কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
A ২০ ডিগ্রি
B ৭০ ডিগ্রি
C ১১০ ডিগ্রি
D ২৯০ ডিগ্রি
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রি
দেওয়া আছে,
একটি কোণ = ৭০ ডিগ্রি
∴ অপর কোণটি = ১৮০ - ৭০ = ১১০ ডিগ্রি