রায়হানের বাবার দুইটি আয়তাকার চিংড়ি মাছের ঘের A এবং B আছে । ঘের B এর দৈর্ঘ্য ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের সমান। ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই অজানা রাশি। এখানে ঘের B এর দৈর্ঘ্যকে কী ধরণের রাশি বলা হয়?
A একচলক বিশিষ্ট রাশি
B দুইচলক বিশিষ্ট রাশি
C ত্রিচলক বিশিষ্ট রাশি
D বহুচলক বিশিষ্ট রাশি
Solution
Correct Answer: Option B
রায়হানের বাবার দুইটি আয়তাকার চিংড়ি মাছের ঘের A এবং B আছে (পার্শ্বের চিত্র লক্ষ করো)। ঘের B এর দৈর্ঘ্য ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের সমান। এখানে ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই অজানা রাশি। সুতরাং আমাদের দুটি চলক ব্যবহার করতে হবে। ধরি, ঘের A এর দৈর্ঘ্য x ও প্রস্থ y । তাহলে ঘের B এর দৈর্ঘ্য x + y। অর্থাৎ ঘের B এর দৈর্ঘ্য দুইচলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। এরকম যেসকল দ্বিপদী রাশির দুইটি চলক থাকে তাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে