Solution
Correct Answer: Option D
- তাপ, এক্সরে এবং আলো সবই কাচের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে।
- তাপ কাচের পরমাণুদের কম্পন বৃদ্ধি করে পরিবাহিত হয়।
- এক্সরে এবং আলো বিদ্যুৎচৌম্বক তরঙ্গ যা কাচের মধ্য দিয়ে ভেদ করে যেতে পারে।
- বিটা-রে হল উচ্চ-শক্তির ইলেকট্রন বা পজিট্রন যা কাচের সাথে সংঘর্ষে এসে শোষিত হয়ে যায় এবং তা কাচের মধ্য দিয়ে যেতে পারে না।