মহুয়া পালার চরিত্র -

A হুমরা বেদে

B দুলাল

C আলাল

D মদিনা

Solution

Correct Answer: Option A

মহুয়া মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ পালা ।কবি দ্বিজ কানাই ৩০০ বছর পূর্বে 'মহুয়া সুন্দরী' নামে এই পালাগানটি রচনা করেন, যা আমাদের অনেকের কাছে 'নদের চাঁদ ও মহুয়া'র পালা বা গাথা নামে পরিচিত।
মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো:
- মহুয়া,
- নদের চাঁদ,
- হুমরা বেদে,
- সাধু৷

মৈমনসিংহ-গীতিকায় ১০ টি গীতিকা স্থান পেয়েছে।
এর মধ্যে -
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions