‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A কাজী নজরুল ইসলাম

B শাহাদাৎ হোসেন

C সঞ্জয় ভট্টাচার্য

D সুধীন্দ্রনাথ দত্ত

Solution

Correct Answer: Option C

- কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' ।
- পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয় ।
- অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু, লাঙ্গল ।
- শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়' । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions