'মীনাক্ষী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
A মৃগের নয়নের ন্যায় নয়ন যার
B মীনের অক্ষির ন্যায় অক্ষি যার
C মৃগের অক্ষির ন্যায় অক্ষি যার
D মীনের নয়নের ন্যায় নয়ন যার
Solution
Correct Answer: Option B
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে মধ্যপদের আগমন ঘটে এবং সমস্তপদে মধ্যপদটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
উদাহরণ:
• মীনের অক্ষির ন্যায় অক্ষি যার: মীনাক্ষী
• মৃগের নয়নের ন্যায় নয়ন যার: মৃগনয়ন
• চিরুনির দাঁতের ন্যায় দাঁত যার: চিরুনদাঁতী ইত্যাদি।