Solution
Correct Answer: Option B
- আবদুল মতিন (১৯২৬-২০১৪) ভাষা সৈনিক, বামপন্থী রাজনীতিক, ‘ভাষা মতিন’ নামে সর্বমহলে পরিচিত।
- আবদুল মতিন ১৯২৬ সালের ৩রা ডিসেম্বর সিরাজগঞ্জ মহাকুমা (বর্তমান জেলা)-র চৌহালি উপজেলার ধুবালীয়া গ্রামে এক স্বচ্ছল কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম আবদুল জলিল এবং মাতার নাম আমেনা খাতুন।