ভাষা মতিন খ্যাত আব্দুল মতিনের জন্ম কোথায়?

A মুন্সিগঞ্জ

B সিরাজগঞ্জ

C কিশোরগঞ্জ

D নারায়নগঞ্জ

Solution

Correct Answer: Option B

- আবদুল মতিন (১৯২৬-২০১৪) ভাষা সৈনিক, বামপন্থী রাজনীতিক, ‘ভাষা মতিন’ নামে সর্বমহলে পরিচিত।
- আবদুল মতিন ১৯২৬ সালের ৩রা ডিসেম্বর সিরাজগঞ্জ মহাকুমা (বর্তমান জেলা)-র চৌহালি উপজেলার ধুবালীয়া গ্রামে এক স্বচ্ছল কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম আবদুল জলিল এবং মাতার নাম আমেনা খাতুন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions