নিচের কোনটি সঠিক? (এখানে R বাস্তব সংখ্যা, Q মূলদ সংখ্যা, N স্বাভাবিক সংখ্যা, Z পূর্ণসংখ্যা)

A Q⊂N⊂R⊂Z

B Q⊂R⊂Z⊂N

C Z⊂R⊂Q⊂N

D N⊂Z⊂Q⊂R

Solution

Correct Answer: Option D

- আমরা জানি, সকল স্বাভাবিক সংখ্যাই (N) পূর্ণসংখ্যা (Z), আবার সকল পূর্ণসংখ্যাই (Z) মূলদ সংখ্যা (Q), আবার সকল মূলদ সংখ্যাই (Q) বাস্তব সংখ্যার (R) অন্তর্ভুক্ত। 
- যেহেতু এরা প্রত্যেকেই পরস্পরের উপসেট তাই উত্তর হবে N⊂Z⊂Q⊂R. 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions