তিনটি ক্রমিক সংখ্যার ১ম দুটির গুনফল শেষ দুটির গুনফল অপেক্ষা ১০ কম হলে, সংখ্যা তিনটি কি কি?

A ৪,৫,৬

B ৪,৬,৮

C ৪,৩,২

D ১,৪,৬

Solution

Correct Answer: Option A

ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, x+1, x+2

প্রশ্নমতে,
x(x+1) = (x+1)(x+2) - 10
Or, x2 + x = x2+ 3x + 2 - 10
Or, - 2x = -8
So, x = 4
সুতরাং সংখ্যা তিনটি হলো ৪, ৪+১, ৪+২ অর্থাৎ ৪,৫,৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions