বাংলাদেশের কত ভাগ প্লাবন সমভূমি রয়েছে?

A ৮০

B ৬০

C ৮৫

D ৯০

Solution

Correct Answer: Option A

ভূমির পার্থক্য ও গঠনের দিক বিবেচনা করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা:
     (১) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ;
     (২) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ;
     (৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

দেশের মোট আয়তনের তুলনায়,
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি – ৮০ ভাগ,
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ – ১২ ভাগ,
- প্লাইস্টোসিনকালের ভূমিরূপ – ৮ ভাগ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions