ভূমির পার্থক্য ও গঠনের দিক বিবেচনা করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা:
(১) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ;
(২) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ;
(৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
দেশের মোট আয়তনের তুলনায়,
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি – ৮০ ভাগ,
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ – ১২ ভাগ,
- প্লাইস্টোসিনকালের ভূমিরূপ – ৮ ভাগ।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি)।