''কড়িতে বাঘের দুধ মিলে'' বিখ্যাত উক্তিটি কার?

A ভারত চন্দ্র

B জ্ঞানদাস

C বিদ্যাপতি

D মানিক দত্ত

Solution

Correct Answer: Option A

- উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্র রায়গুণাকারের রচিত অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত কয়েকটি প্রবচন -
- যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে.
- কড়িতে বাঘের দুধ মিলে।
- বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে ক্ষণে দড়ি ক্ষণেকে চাঁদ।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions