একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/2 গুণ । ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ভূমি কত?

A 9 সে.মি. 

B 12 সে.মি. 

C 15 সে.মি. 

D 18 সে.মি. 

Solution

Correct Answer: Option D

ধরি,
সামান্তরিকের উচ্চতা x,
সামান্তরিকের ভূমি 3x/2
প্রশ্নমতে,
3x/2 × x = 216
⇒ 3x2/2  = 216
⇒  x2 = (216 ×2)/3
⇒  x2 = 144
⇒  x = 12
এখন, ভূমি = 3x/2 = 3✕12/2= 18

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions