একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A 42 বর্গমিটার
B 56 বর্গমিটার
C 48 বর্গমিটার
D 32 বর্গমিটার
Solution
Correct Answer: Option C
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = 16 মিটার এবং বাহুর দৈর্ঘ্য a = 10 মিটার।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (16/4)√(4×102 - 162)
= 4 × 12
= 48 বর্গমিটার