Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

A পাবনা

B দিনাজপুর

C বরিশাল

D সিলেট

Solution

Correct Answer: Option A

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-
অবস্থানঃ পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুরে।
সহায়তাকারী দেশঃ রাশিয়া।
চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ার প্রতিষ্টান ‘অ্যাটমস্ট্রয় এক্সপার্ট’ এর সাথে ‘ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। চুড়ান্ত ঋন চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ জুলাই ২০১৫। নির্মাণে ১২.৬৫ বিলিয়ন ইউএস ডলার ব্যয় হবে যার ৯০% রুশ সরকার ঋণ হিসেবে জোগান দেবে। দুইটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের একটি (রূপপুর-১) ২০২৩ সাল এবং অন্যটি (রূপপুর-২) ২০২৪ সাল নাগাদ কর্মক্ষম হবে।
উৎপাদন ক্ষমতা -২৪০০ মেগাওয়াট,
কেন্দ্রটির আয়ূষ্কাল -৫০ বছর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions