রাডার ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় কোন তরঙ্গ ব্যবহৃত হয়?

A অতিবেগুনি রশ্মি

B অবলোহিত রশ্মি

C মাইক্রো তরঙ্গ

D এক্স রশ্মি

Solution

Correct Answer: Option C

তাড়িত চৌম্বিকীয় তরঙ্গের ব্যবহার:
♦ বেতার তরঙ্গ:- রেডিও টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের কাজে ব্যবহৃত হয়
মাইক্রো তরঙ্গ:- রাডার ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়। পদার্থের আনবিক ও পারমানবিক গঠন বিশ্লেষণে ব্যবহার হয়।
♦ অবলোহিত রশ্মি:- রান্নার কাজ, মাংশপেশির ব্যথা বা টান এর চিকিৎসায় অন্ধকারে আলোকচিত্র গ্রহন ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়।
♦ এক্স রশ্মি:- চিকিৎসা ক্ষেত্রে,শিল্প কারাখানায়, নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions