একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণ এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
Correct Answer: Option D
ধরি,
সংখ্যাটি x
তাহলে প্রশ্নমতে,
4x + 12 = 8
x = -1
তাহলে,
2x + 7
= 5
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions