লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু গোলাপ ক্রয় করল। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল?

A 9

B 11

C 20

D 25

Solution

Correct Answer: Option C

লাল গোলাপ x টি ও সাদা গোলাপ y টি

শর্তমতে, ১৬ x + ১৩y = ২৯৩

অপশন থেকে সংখ্যা ধরে ২৯৩ মিলাতে হবে
তাহলে , x = ১১ ও y = ৯ ধরে পাই
(১৬××১১) + (১৩×) = +=

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions