'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
A মীর মশাররফ হোসেন
B মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
C মোজাম্মেল হক
D রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
Solution
Correct Answer: Option C
কিছু গুরুত্তপুর্ণ পত্রিকা/সাময়িকী ঃ
- সংবাদ ভাস্কর : ১৮৪৮ : ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঢাকা প্রকাশ : ১৮৬১ : কৃষ্ণ চন্দ্র মজুমদার
- বঙ্গদর্শন : ১৮৭২ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সংস্কৃতি' : বদরুদ্দীন উমর
- মাসিক পত্রিকা : ১৮৫৪ : প্যারীচাঁদও রাধাঅনা শিকদার
- মোসলেম ভারত : মোজাম্মেল হক
- সাপ্তাহিক বার্তাবহ : ১৮৫৬ : রঙ্গলাল বন্দোপাধ্যায়
- সোমপ্রকাশ : ১৮৫৮ : রঙ্গলাল বন্দোপাধ্যায়