যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
Correct Answer: Option B
১২ জন পুরুষ = ১৮ জন মহিলা
১ জন পুরুষ = ১৮/১২ জন মহিলা
৮ জন পুরুষ = ১৮×৮/১২ = ১২ জন মহিলা
এখন, ১৮ জন মহিলা কাজ করে = ১৪ দিনে
১ জন মহিলা কাজ করে = ১৪×১৮ দিনে
১২+১৬ বা ২৮ জন মহিলা কাজ করে = (১৪×১৮)/২৮ দিনে
= ৯ দিনে
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions