একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরের মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা আসলে তিনগুণ হবে?

A ৮ বছর

B ১২ বছর

C ১৬ বছর

D ২০ বছর

Solution

Correct Answer: Option B

৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ কথাটির অর্থ হল ১০০ টাকা ব্যাংকে রাখলে তা ৬ বছর শেষে ২০০ টাকা হবে যেখানে ১০০ টাকা আসল এবং ১০০ টাকা মুনাফা । 
আবার সেই ১০০ টাকাই তিনগুণ হলে হবে ৩০০ যেখানে ১০০ টাকা আসল এবং ২০০ টাকা মুনাফা।
তাহলে ১০০ টাকা মুনাফা হওয়ার জন্য ৬ বছর লাগলে ২০০ টাকা মুনাফা হতে ৬+৬ = ১২ বছর লাগবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions