বাতেন ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হত। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?

A ৭০০

B ৭৫০

C ৮০০

D ৯০০

Solution

Correct Answer: Option D

২৩% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-২৩ = ৭৭
১৩% লাভে বিক্রয়মূল্য = ১০০+১৩ = ১১৩
বিক্রয়মূল্যের প্রার্থক্য = ১১৩-৭৭ = ৩৬
বিক্রয়মূল্যের প্রার্থক্য ৩৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্যের প্রার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৩৬ টাকা।
বিক্রয়মূল্যের প্রার্থক্য ৩২৪ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৩২৪)/৩৬ টাকা।
= ৯০০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions