এক দোকানদার ১৫ ও ২০ টাকা কেজি দরে দু ধরনের চা কি অনুপাতে মেশালে দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

A ৭ঃ৩

B ৩ঃ৭

C ২ঃ৫

D ৫ঃ৯

Solution

Correct Answer: Option A

মনে করি, ১ম ধরনের চায়ের পরিমাণ x কেজি।

∴ ২য় ধরনের চায়ের পরিমাণ (1-x) কেজি।

প্রশ্নমতে, 15x+20(1-x)=16.5

বা, 15x+20-20x=16.5

বা, 5x=3.5 বা, x=0.7

∴ ১ম ধরনের চায়ের পরিমাণ 0.7 কেজি।

∴ ২য় ধরনের চায়ের পরিমাণ (1-0.7) = 0.3 কেজি।

∴ অনুপাত, ১ম ধরনের চা : ২য় ধরনের চা = 0.7 : 0.3 = 7:3 ∴ 7:3 অনুপাতে মিশাতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions