১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরণের ত্রিভুজ হবে?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
১৩২ = ১২২ + ৫২
১৬৯ = ১৪৪ + ২৫
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ২ = ভূমি২ + লম্ব২
∴ ১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
অথবা, এটি বিষমবাহু ত্রিভুজও হয়।