'কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?

A রােমান্সমূলক উপন্যাস

B বিয়ােগান্তক নাটক

C ঐতিহাসিক উপন্যাস

D সামাজিক উপন্যাস

Solution

Correct Answer: Option A

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাসের চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক। কাপালিক পালিতা কন্যা কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিয়ে এবং সমাজ বন্ধনের দ্বন্দ্বই এ উপন্যাসের মূল কাহিনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions