Solution
Correct Answer: Option B
প্রতি দুটি পদের যোগফল শূন্য এবং প্রতি বিজোড়তম পদ a ।
তাই, ৬০টি পদের সমষ্টি শূণ্য হবে ।
অতএব,৬১টি পদের সমষ্টি হবে_
= ৬০টি পদের সমষ্টি + ৬১তম পদ
= ০ + a
= a
( a-a+a-a+.. এখানে একটি ধনাত্বক a & তারপরেই একটি ঋনাত্বক a. এভাবে প্রতি জোড়া ধনাত্বক ঋনাত্বক a মিলে শূন্য হয়ে যাবে।
- অর্থাৎ সিরিজে জোড় সংখ্যক উপাদান থাকলে উত্তর=০,
- এবং বিজোড় সংখ্যক উপাদান থাকলে উত্তর=a.
- এখানে 61 একটি বিজোড় সংখ্যা সুতরাং উত্তর হবে a )