"যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি।" - পঙক্তিটি কোন কবির রচনা?
Solution
Correct Answer: Option C
জসীমউদ্দীনের বিখ্যাত পঙ্তিঃ
- এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। (কবর)
- এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। (কবর)
- বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ। (কবর)
- এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাঠির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। (কবর)
- কাচা ধানের পাতার মত কচি মুখের মায়া। জালি লাউয়ের ডগার মতোন বাহু দু'খান সরু। (রূপাই)
- যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। (প্রতিদান)