১০ জন বালক ও ৪ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত  উপায়ে বেছে নেয়া যায়?

A ৭৩

B ৫১

C ৩০০

D ২৭০

Solution

Correct Answer: Option D

10 জন বালক হতে 2 জন বাছাই করার উপায়
= ¹⁰C₂
= (10 x 9)/(1 x 2)
= 45

4 জন বালিকা হতে 2 জন বাছাই করার উপায়
= 4C₂
= (4 x 3)/(1 x 2)
= 6

সাজানোর উপায়= 45 x 6
                    = 270

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions