১০ জন বালক ও ৪ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে নেয়া যায়?
Solution
Correct Answer: Option D
10 জন বালক হতে 2 জন বাছাই করার উপায়
= ¹⁰C₂
= (10 x 9)/(1 x 2)
= 45
4 জন বালিকা হতে 2 জন বাছাই করার উপায়
= 4C₂
= (4 x 3)/(1 x 2)
= 6
সাজানোর উপায়= 45 x 6
= 270