৪০ হতে ৫০ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত?
A ৩/৭
B ৫/৯
C ৭/১০
D ৮/১১
Solution
Correct Answer: Option D
৪০ হতে ৫০ পর্যন্ত মোট সংখ্যা ১১ টি এবং মৌলিক সংখ্যা ৩ টি (৪১,৪৩,৪৭)
∴ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা = ৩/১১
∴ মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা = ১ - ৩/১১
= ১১ - ৩/১১
= ৮/১১