১৯৫৪ সালের পূর্ব প্রাদেশিক নির্বাচনে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন কয়টি ছিল?

A ৭২টি

B ৫০টি

C ১৩টি

D ৪টি

Solution

Correct Answer: Option A

১৯৫৪ সালের পূর্ব প্রাদেশিক নির্বাচনের ফলাফলঃ

• আসন সংখ্যা-- {মুসলিম আসন ২৩৭ টি( সংরক্ষিত থেকে ১৩ টি)}

• রাজনৈতিক দল-- প্রাপ্ত আসন( যুক্তফ্রন্ট ২২৩ টি, মুসলিম লীগ ৯ টি, খেলাফত রব্বানী ১ টি,নির্দলীয় ৪ টি)

• অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ৭২টি

• রাজনৈতিক দল -{প্রাপ্ত আসন ( তফসিলি ফেডারেশন ২৭ টি ,কংগ্রেস ২৪ টি,যুক্তফ্রন্ট ১৩ টি,কমিউনিস্ট পার্টি ৪ টি ,বৌদ্ধ সম্প্রদায় ২ টি,খ্রিস্টান সম্প্রদায় ১ টি,নির্দলীয় ১ টি )}

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions