বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য কয়টি? 

A ১ টি 

B ২ টি 

C ৩ টি 

D ৪ টি 

Solution

Correct Answer: Option B

বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য:

• প্রথম স্বীকার্য - স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে ।
• দ্বিতীয় স্বীকার্য - শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।


- আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত।
- ১৯০৫ সালে আইনস্টাইন এই দুটি স্বীকার্য প্রদান করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions