একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হিসেব করার সময় ৪% অতিরিক্ত হিসেব করা হয়। বর্গের ক্ষেত্রফল শতকরা কত বেশী হবে ?
A ৮.১৬%
B ১০%
C ৪.১৫%
D ৫%
Solution
Correct Answer: Option A
ধরি ,
বর্গের বাহুর দৈর্ঘ্য ২৫ মিটার ।
ক্ষেত্রফল = ২৫২ বর্গমিটার
= ৬২৫ বর্গমিটার
৪% বেশীতে বর্গের বাহুর দৈর্ঘ্য ২৫ + ২৫ এর ৪% মিটার = ২৬ মিটার
ক্ষেত্রফল = ২৬২ বর্গমিটার
= ৬৭৬ বর্গমিটার
∴ বর্গের ক্ষেত্রফল শতকরা বেশী হবে = (৬৭৬-৬২৫)/৬২৫ × ১০০ %
=৮.১৬ %