সব ধরনের বার্নিশ তৈরিতে যে উপাদানটি প্রয়োজন তা হলো-
Solution
Correct Answer: Option A
- টারপেনটাইন বা অ্যালকোহল রজন দ্রবীভূত করতে এবং শুকানোর তেলকে পাতলা করতে ব্যবহৃত হত।
- পেট্রোলিয়াম পাতনের উদ্ভাবনের ফলে টারপেনটাইনের বিকল্প যেমন হোয়াইট স্পিরিট , পেইন্ট থিনার এবং মিনারেল স্পিরিট এসেছে।
- হাইড্রোকার্বন দ্রাবকের পরিবর্তে জল দিয়ে আধুনিক সিন্থেটিক বার্নিশ তৈরি করা হয়।