একটি বইয়ের মূল্য ২৪ টাকা, যা প্রকৃত মূল্যের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?
Correct Answer: Option B
৮০% = ২৪ টাকা
১% = ২৪/৮০ টাকা
১০০% = ২৪*১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার ভর্তুকি দেয় = (৩০-২৪) টাকা = ৬ টাকা
উত্তরঃ ৬ টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions