উদ্ভিদ যে পরিমাণ পানি হারায় তার কী পরিমাণ মাটি থেকে শোষণ করে?

A দ্বিগুণ

B কম পরিমাণ

C সমপরিমাণ

D অর্ধেক পরিমাণ

Solution

Correct Answer: Option C

- উদ্ভিদ যে পরিমাণ পানি হারায় তার সমপরিমাণ মাটি থেকে শোষণ করে।
- উদ্ভিদ কি পরিমাণ জল হারায় তা নির্ভর করে এর আকার এবং কি পরিমাণ জল মূলের মাধ্যমে শোষণ করা হয় তার উপর।
- পাতার সংখ্যা বেশি হলে বায়বীয় আদান-প্রদান সহজ হবে।
- এর ফলে প্রস্বেদনের মাধ্যমে বেরিয়ে যাওয়া জলের পরিমাণ বৃদ্ধি পাবে।
- পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলে বায়ুকুঠুরী বেশি হবে, প্রস্বেদনের হারও বাড়বে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions