মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীর কবি ছিলেন?

A অষ্টাদশ শতাব্দী

B উনিশবিংশ শতাব্দী

C বিংশ শতাব্দী

D একবিংশ শতাব্দী

Solution

Correct Answer: Option B

- উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।

তার সংক্ষিপ্ত জীবনঃ
জন্ম: ২৫ জানুয়ারি, ১৮২৪ খ্রিষ্টাব্দ, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে।
মৃত্যু: ২৯ জুন,১৮৭৩ খ্রিষ্টাব্দ।
উপাধি: মাইকেল।
প্রথম প্রকাশিত গ্রন্থ: Captive Lady (১৮৪৯)
পিতার নাম: রাজনারায়ণ দত্ত।
মাতার নাম: জাহ্নবী দেবী।
শিক্ষাজীবন : কলকাতায় লালবাজার গ্রামার স্কুল,হিন্দু কলেজ,বিশপস কলেজ,ব্যারিস্টারি পড়তে বিলেতে যান।
পেশা: প্রথমে আইন পেশায় জড়িতত হলেও লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন।
খ্রিষ্টান ধর্ম গ্রহণ : ১৮৪৩ সালে।
প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)।
প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)।
মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)।
শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।
♦ সাহিত্য স্বীকৃতি :
১.আধুনিক বাংলা কবিতার জনক
২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
৪.সার্থক প্রহসন রচয়িতা।
৫.সার্থক নাটক রচয়িতা।
৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।
♦ সাহিত্য কর্ম:
মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য।
গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি।
নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন।
প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা।
গদ্যকাব্য : হেক্টর বধ
ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions