৪৫ টাকায় নয়টি কলম কিনে প্রতিটি ৫ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Solution
Correct Answer: Option D
৯টি কলমের ক্রয়মূল্য = ৪৫ টাকা
$\therefore$ ১টি কলমের ক্রয়মূল্য = $\frac{৪৫}{৯}$ টাকা = ৫ টাকা
আবার, ১টি কলমের বিক্রয়মূল্য = ৫ টাকা
যেহেতু ১টি কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান অর্থ্যাৎ ৫ টাকা, তাই এক্ষেত্রে লাভ বা ক্ষতি কিছুই হবে না।
বিকল্প পদ্ধতি (শর্টকাট):
১টি কলমের বিক্রয়মূল্য ৫ টাকা।
$\therefore$ ৯টি কলমের মোট বিক্রয়মূল্য = $(৯ \times ৫)$ টাকা = ৪৫ টাকা।
এখানে, মোট ক্রয়মূল্য = ৪৫ টাকা এবং মোট বিক্রয়মূল্য = ৪৫ টাকা।
যেহেতু, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না।