বাংলা গদ্যের আদি নিদর্শন কী?
A চর্যাপদ
B শেখ শুভোদয়া
C নরোত্তম দাসের দেহকড়চা
D কোচবিহার রাজ্যের লেখা চিঠি
Solution
Correct Answer: Option D
১৫৫৫ খ্রিস্টাব্দে কোচবিহারে রাজা নরনারায়ণের অহোমরাজ স্বর্ননারায়নকে লেখা বাংলা গদ্যের আদি নিদর্শন হিসাবে স্বীকৃত।
পরবর্তী কালে কোচবিহারের সাহিত্য সভা থেকে ১৩৩০ বঙ্গাব্দে এই বইটি পুনরায় মুদ্রিত হয়।