পঞ্চকবি: পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক ।
৫ জন পঞ্চকবির নাম এইভাবে মনে রাখতে পারেন- "রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো।"
রবি= রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী = কাজী নজরুল ইসলাম
রজনী= রজনীকান্ত সেন
অতুলনীয় = অতুল প্রসাদ সেন
দিলো= দ্বিজেন্দ্রলাল রায়