Solution
Correct Answer: Option C
অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ- কবিতাবলী, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেওয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী, অনিঃশেষ, নতুন কবিতা ইত্যাদি। সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য