জসীমউদ্দিনের ‘আসমানী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?

A ডালিমকুমার

B এক পয়সার বাঁশি

C হাসু

D রাখালী

Solution

Correct Answer: Option B

- পল্লীকবি জসীমউদ্দীনের লেখা অন্যতম জনপ্রিয় কবিতা হলো ‘আসমানী’।
- এই কবিতাটি তাঁর ‘এক পয়সার বাঁশি’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯৪৯ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থে কবি গ্রামীণ জীবনের সুখ-দুঃখের চিত্র তুলে ধরেছেন।
- বিশেষ করে ‘আসমানী’ কবিতায় রসুলপুর গ্রামের আসমানী নামের এক হতদরিদ্র মেয়ের জীর্ণশীর্ণ জীবনের করুণ বাস্তব চিত্র অত্যন্ত মরমী ভাষায় বর্ণিত হয়েছে।
উল্লেখ্য, অপশনে থাকা ‘রাখালী’ কবির প্রথম কাব্যগ্রন্থ এবং ‘হাসু’ ও ‘ডালিমকুমার’ তাঁর শিশুতোষ গ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions