রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? 

A সরকার

B জনসমষ্টি

C সার্বভৌমত্ব

D নির্দিষ্ট ভূখণ্ড

Solution

Correct Answer: Option C

- রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথাঃ
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।

- এদের মধ্যে রাষ্ট্র গঠনের প্রথম উপাদান ও একান্ত অপরিহার্য হলো জনসমষ্টি।
- রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions