হুমায়ুন আহমেদের 'সূর্যের দিন' মুক্তিযুদ্ধভিত্তিক -
Solution
Correct Answer: Option C
'সূর্যের দিন' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক কিশোর উপন্যাস। এখানে তিনি দেখিয়েছেন কয়েকজন কিশোরকে, যারা 'ভয়াল ছয়' নামে একটি দল তৈরি করে এবং তাদের ইচ্ছা ছিল আফ্রিকার অরণ্যে যাবে অ্যাডভেঞ্চারের সন্ধানে। কিন্তু এমন সময়ই একাত্তরের মুক্তিযুদ্ধ এসে পাল্টে দেয় এই কিশোরদের চিন্তাজগত। তারা দুর্ধর্ষ অপারেশনে যায় ঠিকই, তবে তা আফ্রিকার গহীন অরণ্যের বদলে পূর্ব বাংলার মানুষের উপর ঝাঁপিয়ে পড়া পাকিস্তানি নরপিশাচদের বিরুদ্ধে।