- উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) ।
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) একজন কথাসাহিত্যিক।
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- সংস্কৃতির ভাঙাসেতু আখতারুজ্জামান ইলিয়াস রচিত ২২টি প্রবন্ধের সংকলন।
• তার উপন্যাস -
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬) ।
• তার ছােটগল্প-
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।