কোন বহুব্রীহি সমাসে পরস্পরের মধ্যে একই ধরনের কাজ বোঝায়?

A ব্যতিহার বহুব্রীহি

B সহার্থক বহুব্রীহি

C উপমান বহুব্রীহি

D মধ্যপদলোপী বহুব্রীহি

Solution

Correct Answer: Option A

- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই সমাস। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদেহ যুক্ত হয়।
যেমন:  
১. হাসতে হাসতে যে ক্রিয়া= হাসাহাসি 
২. দেখায় দেখায় যে ক্রিয়া = দেখাদেখি 
৩. চুলে চুলে ধরে যে লড়াই = চুলাচুলি-
৪. কাড়িতে কাড়িতে যে লড়াই = কাড়াকাড়ি
৫. রক্তে রক্তে যে লড়াই= রক্তারক্তি
৬. গুঁতায় গুঁতায় যে লড়াই = গুঁতাগুঁতি 
৭. গালিতে গালিতে যে ঝগড়া = গালাগালি 
৮. লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি
৯. ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ = ঘুষাঘুষি 
১০. গলায় গলায় যে ভাব = গলাগলি 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions