'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।- এই উক্তিটি কার?
Solution
Correct Answer: Option A
- উক্তিটি প্রমথ চৌধুরী রচিত 'বই পড়া' প্রবন্ধের অন্তর্গত।
• তাঁর অন্যান্য বিখ্যাত উক্তি:
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'।
- 'কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা'।
- 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।
- 'বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে'।
- ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'।