কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?

A খুব শীত লাগছে।

B মনটা ভাল নেই আমার।

C করিম স্কুলে যায়।

D আজ প্রচণ্ড গরম।

Solution

Correct Answer: Option D

- ক্রিয়াপদ বাক্যগঠনের অপরিহার্য অঙ্গ। তবে বাক্যে কখনো কখনো ক্রিয়াপদ উহ্য থাকে, যাকে অনুক্ত ক্রিয়াপদ বলে।
- যেমন:
- ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন)।
- আজ প্রচণ্ড গরম = আজ প্রচণ্ড গরম (অনুভূত হয়)।
- তোমার মা কেমন? = তোমার মা কেমন (আছেন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions