Solution
Correct Answer: Option D
যে বাক্যে শ্রোতাকে কোন কাজ করতে আদেশ, উপদেশ, অনুরোধ, উপরোধ, অনুনয়, নির্দেশ, নিষেধ, ভেচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আশীর্বাদ ইত্যাদির কোন একটি জানানো হয়, তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন- কাজটি করো, সেখানে যেও না, তোমার মঙ্গল হোক ইত্যাদি।