'মেঘ করলে বৃষ্টি হয়' - বাক্যটির জটিল রূপ নিচের কোনটি?

A যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়।

B যদি মেঘ করে তখন বৃষ্টি হয়।

C মেঘ করে, এবং তখন বৃষ্টি হয়।

D যখন মেঘ করে, বৃষ্টি হয়।

Solution

Correct Answer: Option A

• বাক্যটির জটিল রূপ হবে- যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়।
• যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে ।
যেমনঃ আশ্রিত বাক্য (যখন মেঘ করে) এবং প্রধান খণ্ডবাক্য (তখন বৃষ্টি হয়) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions