বাক্যের মধ্যে স্থান পাওয়া একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?

A বর্গ

B যোজক

C বর্ণ

D শব্দ

Solution

Correct Answer: Option A

- বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ হলো 'বর্গ'।
- বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময়ে পদের মতাে কাজ করে। তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়।
যেমনঃ
সিয়াম ও লিমন ক্রিকেট খেলে।

- এই বাক্যে 'লিমন', 'সিয়াম' ও 'ক্রিকেট' হলাে বিশেষ্য, ‘ও' হলাে যােজক এবং ‘খেলে' হলাে ক্রিয়া।
- উপরের বাক্যে 'সিয়াম ও লিমন' একটি বর্গ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions