তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 7 এবং তাদের গুণফল 18144 । সংখ্যাত্রয় কত?
Solution
Correct Answer: Option C
ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে 3x, 4x এবং 7x
সংখ্যা তিনটির গুনফল = 84 x3
প্রশ্নমতে,
84 x3= 18144
⇒ x3 = 18144/84
⇒ x3 = 216
⇒ x = 6
সুতরাং, সংখ্যা তিনটি হলো 18, 24, এবং 42