তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 7 এবং তাদের গুণফল 18144 । সংখ্যাত্রয় কত?

A 9, 12, 21

B 15, 25, 25

C 18, 24, 42

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে 3x, 4x এবং  7x
সংখ্যা তিনটির গুনফল = 84 x3

প্রশ্নমতে, 
84 x3= 18144
⇒ x3  = 18144/84
⇒ x= 216
⇒ x = 6
সুতরাং, সংখ্যা তিনটি হলো 18, 24, এবং 42

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions